রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
‘যুদ্ধমুক্ত পৃথিবী’ ‘বিশ্বজুড়ে শান্তি’ এবং অহিংসা প্রতিষ্ঠার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
‘থার্ড ওয়াল্ড মার্চ’ নামক একটি আন্তর্জাতিক সংস্থা দীর্ঘ ২৫ বছর ধরে শান্তি এবং অহিংসা প্রতিষ্ঠায় যে আন্দোলন করছে তারই অংশ হিসেবে ঈশ্বরদীতে এই আয়োজন করা হয়। স্থানীয়ভাবে মাদক বিরোধী সংগঠন ‘মানাব’ ও সামাজিক আন্দোলনের সংগঠন ‘কেয়ার ফর হিউমিনিটি’- এই আয়োজনের সমন্বয় করে।
আয়োজকরা জানান, এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী সহমর্মিতা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের প্রচার করা, যেখানে সহিংসতা পরিহার করে আমরা শান্তির পথে একসাথে এগিয়ে যাবো এবং সারা বিশ্বে যেই ভয়ংকর পরিবেশ ও পরিস্থিতি যা কিনা আমাদের ক্রমাগত ধাবিত করছে পারমাণবিক যুদ্ধের দিকে তার অবসান ঘটানো। গতকাল শনিবার দুপুরে শহরের সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জিরো পয়েন্ট রেলগেটে সমাবেশের আয়োজন করা হয়।
পরে পদ্মা নদীর পাড়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানাবের সভাপতি মাসুম পারভেজ কল্লোল। উপস্থিত ছিলেন ‘থার্ড ওয়াল্ড মার্চ’ এর সমন্বয়ক রাফায়েল ডি লা রুবিয়া, এসএম শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মিজানুর রহমান তালুকদার, নুরুন্নাহার খান শিখা, রিয়াজ উদ্দিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, গণমাধ্যমকর্মী সেলিম সরদার, সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল হক শাহীন, সাংস্কৃতিক কর্মী জাহিদুল আলম সনু, ওহেদুজ্জামান টিপু, নুরুল ইসলাম বাবলু, আতাউর রহমান বাবলু, রেজাউল করিম ফেরদৌস, সুহৃদ হাসান চৌধুরী, ফিরোজ হোসেন, দূর্জয় ইসলাম লিমন, রাকিবুল ইসলাম রূপম প্রমুখ।