বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে রাস্তায় নামতে পারেন নি নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিতে নগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে নগর ও জেলা যুবদল।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নামে মামলা দায়েরের প্রতিবাদে ওই কর্মসূচি পালনের কথা ছিলো। কিন্তু পুলিশের বাধায় মিছিল না করেই ফিরে গেছেন তারা। এসময় নগরীর ভুবনমোহন পার্ক ঘেঁষা বিএনপি কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে নগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার কথা ছিলো। এনিয়ে আগে থেকেই সেখানে জড়ো হন নেতাকর্মীরা। তবে আগে থেকে ওই এলাকায় অবস্থান নেয়া পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে।
অবরুদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন যুবদল নেতাকর্মীরা। এসময় সমাবেশও করেন তারা। ওই সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সসম্পাদক মাহাফুজুর রহমান রিটনসহ শীর্ষ নেতারা।
নেতারা বলেন, কোন কারণ ছাড়াই পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়েছে। এটি অগণতান্ত্রিক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একইসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নামে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে টুকুসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
যুবদলের মিছিলে বাধা দেয়ার কারণ জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, অনুমতি না থাকায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাদের মিছিল করতে দেয়া হয়। পরে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন।