রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোলের বাবা অ্যাডভোকেট একরামুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে বুধবার (২৯ জুলাই) আনুমানিক রাত ১১ টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র, এমপি মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক,রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।