যুবরাজ ভুবনে উঁকি: ‘আজকে আমার হারিয়ে যাবার দিন’

আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

আনজানা ডালিয়া



‘শিমের ঝোপে একটি পাখি
রোজ সকালে উঠলো ডাকি
সূর্য ওঠে পূবে
সেই পাখিটির গান শুনে ফের
পশ্চিমে যায় ডুবে’
মিষ্টি এই কবিতা শিশুসাহিত্যিক শামীম খান যুবরাজের আজকে আমার হারিয়ে যাবার দিন গ্রন্থ থেকে নেয়া। ২০টি কিশোরকবিতা নিয়ে আজকে আমার হারিয়ে যাবার দিন গ্রন্থটি সাজিয়েছেন কবি শামীম খান যুবরাজ। গ্রন্থটির আগাগোড়া জুড়েই রয়েছে বিষয়ের বৈচিত্র্য আর গভীরতা। দেশ, স্বাধীনতা, ফুল, পাখি, প্রকৃতিÑ সব তুলে এনেছেন কবি সুনিপুণ হাতে এক মলাটে। পাকা হাতের লেখা কিশোরকবিতাগুলো শুধু কিশোর নয়, সব বয়সের পাঠকের মন কেড়ে নেবে বলে আমার বিশ্বাস। প্রতিটা শব্দকে কবি পরিণত করেছেন ভালোবাসায়। শিল্প-সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রে বিচরণ থাকলেও শামীম খান যুবরাজ মুলত শিশু-কিশোরদের জন্য লিখেন। শিশু-কিশোরদের জন্য ছড়া, কবিতা, গল্প নিয়ে লেখা কবির আজকে আমার হারিয়ে যাবার দিন ৬ষ্ঠ গ্রন্থ। আধুনিক কালের কবিদের মধ্যে যিনি শব্দ চয়নে জীবনবোধে, শব্দালংকারে নান্দনিকতা এবং বর্ণনার অসামান্যতার অসাধারণ হয়ে চিরসজীব হয়ে আছেন তিনি। কিশোর ছড়া কবিতায় নানা স্বাদের রচনায় মোহবিষ্ট করে রেখেছেন পাঠকদের বিগত ক’বছর। একজন কবি সাহিত্যিককে কতটুকুন ব্যাখ্যা বিশ্লেষণ করলে তার সম্পর্কে একটি যথাযথ উপসংহারে পৌঁছা সম্ভব তা নিয়ে একটি সংশয় আমার মধ্যে বরাবরই কাজ করে। তবু আমি আমার সাধ্যমত চেষ্টা করি একজন লেখকের মূলশক্তির জায়গাটিকে উন্মোচন করার। আর আমার এ চেষ্টার সফলতা ব্যর্থতা বিচারের জন্য তো পাঠক আছেনই।
আজকে আমার হারিয়ে যাবার দিন-এ আছে ২০টি কিশোরকবিতা। চট্টগ্রামের শব্দশিল্প প্রকাশন গ্রন্থটি প্রকাশ করেছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৭তে। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন ফারজানা পায়েল। গ্রাফিক্স আইমান রহমান। গ্রন্থস্বত্ব মীর সাখাওয়াত হোসেন শামীম। মুল্য ১০০ টাকা মাত্র।