শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
মহানগর যুবলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে চারটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বোয়ালিয়া মডেল থানায় চারটি জিডি দায়ের করা হয়েছে।
মহানগর-যুবলীগের সাধারণ-সম্পাদক পদ প্রত্যাশী মাজেদুল-আলম-শিবলী, সভাপতি-পদ-প্রত্যাশী তৈারিদ-আল-মাসুদ-রনির সমর্থক মো. শুভ, নাঈম করিব ও মিঠুন শেখ এই জিডি দায়ের করেছেন। এতে মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন তারা।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, মাজেদুল আলম শিবলী তার দায়ের করা জিডিতে তৈারিদ আল মাসুদ রনিসহ পাঁচজনের নাম উল্লেখ করে ৫৫ জনকে আসামী করেছেন। বাকি ৫০ জন আসামী অজ্ঞাত। আর অপর তিন জিডিতে মাজেদুল আলম শিবলীসহ চারজনের নাম উল্লেখ করে ১৬ জনকে আসামী করা হয়েছে। চারটি জিডি হয়েছে। তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে বিশৃঙ্খলা এড়াতে আগের দিন শুক্রবার রাতে তিন পক্ষের নেতাদের একসঙ্গে বসিয়ে সময় ভাগ করে দেন মহানগর আওয়ামী লীগের নেতারা। এরপর ওই শান্তি বৈঠক থেকে বের হওয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের নেতা-কর্মীরা হট্টগোল, হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। শনিবার যার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এখনো কমিটি ঘোষণা করা হয় নি। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৮টি জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ১০টি, সাধারণ সম্পাদক পদে ১৮টি আবেদন জমা পড়েছে।