যৌতুক মামলায় স্বামীর দুই বছরের কারাদন্ড

আপডেট: অক্টোবর ২৬, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করার মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহিদ এ রায় দেন। এ মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আইনজীবী ইসমত আরা বেগম।
আসামির নাম আশরাফ মোল্লা। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণ গোবিন্দপুর এলাকায়। স্ত্রীর নাম ছানোয়ারা বেগম। বাবার বাড়ি রাজশাহী পুঠিয়ার রঘুরামপুর গ্রামে।
মামলার রায়ে বলা হয়, ২০১০ সালের জুন মাসের ৪ তারিখে আশরাফ তার স্ত্রী ছানোয়ার বেগমকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মারধর করে গুরুতর আহত করে। এতে ছানোয়ারার বাবা খলিলুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই বছরের জুলাই মাসের দুই তারিখে মামলা করেন। এই মামলার রায়ে গতকাল আশরাফের দুই বছর কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ