সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন যুবক। কাজের ফাঁকে হোটেলে ডেকেছিলেন প্রেমিকাকে। তিনি আসার আগেই একের পর এক ট্যাবলেট খেয়েছিলেন যুবক। সেগুলি যৌন ক্ষমতা বাড়ানোর ওষুধ ছিল। হোটেলে প্রেমিকা পৌঁছেই দেখেন যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হোটেলে একঘণ্টা কাটাতে না কাটাতেই মৃত্যু হয় যুবকের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩২ বছর বয়সি যুবক উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা ছিলেন। বিজনেস ট্যুরে গিয়েছিলেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। থাতিপুর এলাকার একটি নামী হোটেলে ছিলেন যুবক। সেই হোটেলেই প্রেমিকাকে ডাকেন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হোটেলের ঘরে পৌঁছন যুবকের প্রেমিকা। তাঁর অভিযোগ, হোটেলের ঘরে বসে মদ্যপান করছিলেন যুবক। মদ্যপানের মাঝেই যৌন ক্ষমতা বাড়ানোর একাধিক ওষুধ খেয়েছিলেন। হোটেলে পৌঁছনোর পর প্রেমিকা দেখেন, যুবক অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। এর এক ঘণ্টা পরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হোটেলের ঘর থেকে যৌন ক্ষমতা বাড়ানোর ওষুধ এবং প্রচুর মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য যুবকের প্রেমিকাকে আটক করে পুলিশ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন