মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে যৌন নির্যাতনের বিরুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য ২৭ জন কন্যা ও ৪ জন ভাইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্কের উদ্যোগে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার জন্য ২৭ জন সাহসী কন্যা এবং ৪ জন সাহসী ভাইকে সংবর্ধনা প্রদান করা হয়। নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, ব্লাস্টের অ্যাড. সিরাজুম মুনিরা, কানিজ রহমান, সাংবাদিক জিনাত রহমান, জেলা পরিষদের ওয়ার্ড সদস্য ফয়সাল হাবিব সুমন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, মহিলা আইনজীবী সমিতির অ্যাড. তৈয়বা বেগম এবং মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহামুদা শেলী।