যৌন হয়রানি ও ধষর্ণের প্রতিবাদে নাটোরে ডিসির কাছে স্মারকলিপি

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

নাটোর অফিস


সারাদেশে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। গতকাল বুধবার দুপুরের দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক ও দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক। কমিটির যুগ্মআহ্বায়ক জালাল উদ্দিন, প্রভাতী রানী বসাক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, নাটোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামা বসাক, ব্র্যাকের জেলা ব্র্যাক প্রতিনিধি ও কমিউনিটি ওয়াচ গ্রুপ সদস্য মোমেনা খাতুন। স্মারকলিপি প্রদান শেষে নাটোর জেলা প্রশাসকের নিকট জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সদস্যদের পরিচিতি এবং সারাদেশে যৌন হয়রানি এবং শিশু ধর্ষণের মতো ঘটনার পরিপ্রেক্ষিত সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ