শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রংপুর ও মাগুরায় পৃথক দুটি ‘বন্দুকযদ্ধে’ তিনজন নিহত হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন মামলার দুই আসামির মৃত্যু হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিয়া বলছেন, রংপুর-দিনাজপুর মহাসড়কের ল্যাংটিছিঁড়া সেতুর কাছে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বন্দুকযুদ্ধে দুই ডাকাত মারা যান।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভিমপুর গ্রামের মশিউর রহমান (৪০) ও রংপুর সদর উপজেলার কুরশা বলরাম গ্রামের বিজয় চন্দ্র (৩২)।
ওসি লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ৩টার দিকে ল্যাংটিছিঁড়া সেতুর কাছে ডাকাতির প্রস্তুতির খবর আসে। পরে পুলিশ গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই দুই ডাকাতের মৃত্যু হয়।”
নিহত মশিউরের নামে শতাধিক আর বিজয়ের নামে ১২টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি জানান।
মাগুরায় ১৩ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
জেলার অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন রায় আজমল হুদা বলছেন, বুধবার ভোরে সদর উপজেলার ধলধরা চাঁদপুর গ্রামে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত জুবান আলী (৩২) ধলধরা গুচ্ছগ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ কর্মকর্তা সুদর্শন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বুধবার ভোরে মাগুরা-বিনোদপুর সড়কে টহল দেওয়ার সময় ধলধরা চাঁদপুর গ্রামে দেখতে পায়, রাস্তার পাশের সরিষাক্ষেতে কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে অবস্থান করছে।
“পুলিশ ঘটনা তদন্তের জন্য গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তারা গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে কুখ্যাত মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জুনাবের মৃতদেহ পাওয়া যায়।”
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সুদর্শন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, রাম দা, ছ্যানদাসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
“পুলিশের ধারণা তারা ডাকাতি বা কোনো সন্ত্রাসী কর্মকা-ের জন্য ওখানে সংঘবদ্ধ হয়েছিল।”
নিহত জুনাবের নামে মাগুরা সদরসহ বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ১৩টি মামলা রয়েছে জানান পুলিশ কর্মকর্তা সুদর্শন।- বিডিনিউজ