শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আশিকুল আলম
কেউ কিছু বলে না
সবাই মূক-বধির, রক্ত বয়ে চলে
নিরবধি। তার রঙে সবাই রাঙা
অথচ মেরু প্রদেশের বাসিন্দা হয়ে
অনেকেই শীত ঘুমে থাকে। সব দেখেও
জেগে জেগে বন্ধ রাখে চোখের পাতা।
রক্ত ঝরে টিকে থাকতে, রক্ত ঝরে
ভালোবাসতে। এ মাটি, এর মোহ আর
সুগন্ধ, নিবিড় চেতনায় মিশে থাকে যার
সে তুমি। আমার আমৃত্যু যুদ্ধের শ্বাস
আনো এ রক্তে মধু, লাল আর সবুজে
একাকার এক অনড় ঠাঁইয়ে বাস।
আমার অস্বিস্ত জুড়ে শুধুই কথা বলে
বয়ে চলা রক্ত স্রোতে, হৃদয়ের তলে তলে।