সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মারিয়া রিতু:
রণক্লান্তির পরে
প্রস্তুত হতে হয়, অসাড় কোষগুলোকে
স্টেশনের কুলির কাছে রেখে যাওয়া
অধিকারের রণখানি, লুফে নেয়-
রবি দাস। মেহের বিবি, হিন্দা হারান
সবাই নিজেকে চিনে, তুমি এসেছিলে বলে
আগমণ, শুভবার্তার। ফুলের সাথে-
ভ্রমরের প্রেম হয়ে, বিরহের কাঁটা
ঝরে পড়া সময়ের সাথে করে মিতালী
তোমায় কাছে পেয়ে, ওই রণবীর-
উতলা উতলা জ্যৈষ্ঠের জীবন, জীবনে
শিশির ক্লান্তি ঝরে ধীর, ধীর, ধীর