সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে হাভাস মিডিয়া বাংলাদেশ। শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রবির ম্যানেজিং ডিরেক্ট অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ ও হাভাস মিডিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ফরিদুল রেজা সাগর, রবির চিফ কমার্শীয়াল অফিসার প্রদীপ শ্রীভাস্তব, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রিন তোহমে, চিফ টেকনোলজি অফিসার একেএম মোর্শেদ ও প্রজেক্ট ডিরেক্টর ইন্টিগ্রেশন শিহাব আহমেদ।
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহকদের আপন শক্তিতে জ্বলে ওঠার প্রেরণা যোগাতে কাজ করে যাচ্ছে রবি। সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু গ্রাহক এ কথাটি মাথায় রেখে উদ্ভাবনী ও ডিজিটাল জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য আর মানসম্মত সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি আমরা।’
‘তাই সমাজের টেকসই উন্নয়নে করপোরেট দায়বদ্ধতা থেকে রবি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সকল কার্যক্রমে আমরা একটা ব্যাপারে কোন ছাড় দেয়না-আপোষহীন সততা। আমাদের বিশ্বাস, হাভাস বাংলাদেশ লিমিটেডের দৃপ্ত সহযোগিতায় এ বার্তাটি আমরা আমাদের গ্রাহক ও স্টেক হোল্ডারদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি ব্রান্ড ইমেজকে আরো উজ্জ্বল করতে পারব।’
হাভাস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফরিদুল রেজা সাগর বলেন, ‘রবির মিডিয়া এজেন্সি হতে পেরে আমরা আনন্দিত। রবির সহযোগী হিসেবে কাজ করে আমরা এই ব্রান্ডটিকে আরো উচ্চতায় পৌঁছে দিতে চাই। হাভাস সবসময়ই কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মান ধরে রাখার চেষ্টা করি এবং রবির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।’
হাভাস মিডিয়া সম্পর্কে:
হাভাস বিশ্বের বৃহত্তর কমিউনিকেশনস গ্রুপগুলোর একটি। যার আওতায় রয়েছে হাভাস ক্রিয়েটিভ ও হাভাস মিডিয়া গ্রুপ। এটি বোলোরি গ্রুপর একটি অঙ্গপ্রতিষ্ঠান। যা বিশ্বের বৃহত্তম ৫শ’ কোম্পানির একটি। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হাভাস গ্রুপ বর্তমানে ১২৩টি দেশে ২০ হাজারের বেশি কর্মী নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।