মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রবি আজিয়াটা লিমিটেড এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। সম্প্রতি (১৫ নভেম্বর) উভয় পক্ষই অ্যাপ্লিকেশান ডেভেলপারদের দক্ষতা বাড়াতে এবং বাণিজ্যিক প্রকৃতিতে তাদের প্রয়োগ করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে এই সমঝোতা স্বারক স্বাক্ষর করেন।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের জিএম সালাহ উদ্দিন, ভিএএস অ্যান্ড নিউ বিজনেস মার্কেট অপারেশন ম্যানেজার তাহমিদ মোহাম্মদ ইকবাল , মো আলতামিস নাবিল (বিজনেস এনগেজমেন্ট লিড, বিডিএপিএস), শাহেদ সাদ উল্লাহ, (অপারেশন ম্যানেজার, বিডিএপিএস) , মাহির আশেফ (আঞ্চলিক অপারেশন লিড, নফধঢ়ঢ়ং) উপস্থিত ছিলেন। সমঝোতা স্বারকে এনবিআইইউ’ র সিএসই বিভাগের পক্ষে, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জ্যোতির্ময় ঘোষ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন এনবিআইইউ’র মাননীয় উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস এবং সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস বলেন, আমরা বিশ্বাস করি যে, এই সমঝোতা স্বাক্ষর ও সহযোগিতার ফলে আমাদের শিক্ষার্থীদের তাদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে এবং তাদের আগামীদিনে প্রযুক্তি-নেতা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।