সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ছোলা আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে ৩ হাজার ৪০০ মেট্রিক টন মসুরডাল আমদানির অনুমতি দেওয়া হয়।
সোনামসজিদ স্থলবন্দরের উপ-সহকারী সমির ঘোষ বলেন, রমজান উপলক্ষে ৮ আইপিতে ভারত থেকে চার হাজার ৬০০ মেট্রিক টন ছোলা ও তিন হাজার ৪০০ মেট্রিক টন মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। পর্যায়ক্রমে আমদানিকারকরা এসব পণ্য নিয়ে আসবে। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, এখনো ছোলা ও মসুর ডাল ভারত থেকে স্থলবন্দরে আসেনি। তবে শুনিছি আমদানির অনুমতি হয়েছে। হয়ত রমজান উপলক্ষে আসবে। স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ২০০-২৫০ টি ভারতীয় পণ্যবাহি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করছে। তবে ফল আমদানি হচ্ছে না।