শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসছে রমজান মাসের আগেই দুধ, ডিম, মাছসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) তিনি একদিনের সফরে ঈশ্বরদীতে এসে উপজেলার মুলাডুলির হাজারীপাড়া গ্রামে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগের আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সর্বস্তরে ফ্যাসিজম এখনো রয়ে গেছে।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে তরুনরা। ফরিদা আখতার বলেন, গত ১৫ বছরে বিগত সরকারের আমলে যেমন সমাজ ব্যবস্থা থেকে অর্থনীতি সবকিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে তেমনি মানুষের চিন্তা, চেতনার মধ্যে এবং আমাদের সমাজ ব্যবস্থায় ফ্যাসিজম গেঁথে রয়েছে। আইনের অনেক বাধা রয়েছে যার কারনে আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারছিনা।
১৫ বছরের জঞ্জাল অনেক গভীরে চলে গেছে, এই দেশকে এই সমাজকে জঞ্জালমুক্ত করার কাজটা অনেক কঠিন কিন্তু অসম্ভব নয়। এর জন্য একটা সুষ্ঠ পরিবেশ তৈরি করা দরকার, যেখানে জনগন তার ইচ্ছার কথা আবেগের কথা বলতে পারবে। এই অবস্থার পরিবর্তন করতে চাইলে একটা সুষ্ঠ নির্বাচন হওয়া দরকার কিন্তু এখনি এই অবস্থায় নির্বাচন দিলে মূল জনগন কী চায় তার প্রতিফলন ঘটানো যাবেনা এজন্য জনগনের আকাঙ্খা ফুটিয়ে তোলার মত পরিবেশ তৈরি না করা পর্যন্ত আমরা নির্বাচনের মত এত বড় চিন্তা করতে পারিনা। ফরিদা আখতার বলেন, আমরা একটা দায়িত্ব পালন করার জন্য সরকারে এসেছি, দেশ শাসন, ক্ষমতা এসব শব্দও পরিবর্তন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবি, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, অতিরিক্তপুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু, কো-অর্ডিনেটর আজমিরা খাতুন, উপজেলার প্রাণীসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।