রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিয়াজ আহমেদকে সভাপতি ও ইবনে মাসুদকে সাধারণ সম্পাদক করে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধানসুরা বিএনপি কার্যালয়ে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওসারুল ইসলাম রতন।
এ সময় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ- ১ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫ নং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী (টিটু)

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূহ আলম প্রমূখ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সফল করতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্রে হাজির হয়।