মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কমিউনিটি পুলিশিং নিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং গোমস্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং গোমস্তাপুর উপজেলা শাখার সদস্য সচিব রহনপুর মহন্ত স্ট্রেটের সেবায়েত মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী ও ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল।