রহনপুরে পূবালী ব্যাংকের ৫০০তম শাখার উদ্বোধন

আপডেট: মার্চ ২২, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ৫০০তম রহনপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে ফিতা এই শাখার উদ্বোধন করেন ব্যাংকটির রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান রফিকুল ইসলাম। পরে রহনপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন রহনপুর শাখার ব্যবস্থাপক মানবেন্দ্র কুমার মজুমদার। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী রফিকুল ইসলাম ফিন্টু, আনোয়ার হোসেন, খাদেমুল ইসলাম, মুসলেহউদ্দীন সরকার, শাজাহান আলী, ভবন মালিক ইনাম আহমেদ রুনু, রহনপুর আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল আজিজ। আলোচনা শেষে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ