রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত রহনপুর ভিশন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন খেলায় অংশ নেয়। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীসহ অন্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এরআগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। এ সময় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।