রহনপুরে যানজট নিরসনে আলোচনাসভা

আপডেট: নভেম্বর ২০, ২০১৬, ১২:০০ পূর্বাহ্ণ


গোমস্তাপুর  প্রতিনিধি
‘যানজট মুক্ত পৌরসভা গড়ি, দূর্ঘটনা এড়িয়ে চলি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে যানজট নিরসনে সচেতনামূলক সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। গতকাল শনিবার সকালে রহনপুর আইডিয়াল প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের আয়োজনে সাইকেল র‌্যালিটি স্কুল চত্ত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, স্কুলের অধ্যক্ষ জামিরুল রহমান মারুফ, সাপ্তাহিক জনকল্যাণ পত্রিকার সম্পাদক রবিউল করিম, উপজেলা যুবলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সেরাজুল ইসলাম টাইগার, মেসার্স মাসুম ট্রেডার্স সত্ত্বাধিকারী নাজিম আল মামুন প্রমূখ। পথসভায় রহনপুর পৌর এলাকায় যানজট নিরসনে সকলকে সচেতন হবার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ