রহনপুরে রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির কাজে বাধার ঘটনায় রেলওয়ের মামলার প্রস্তুতি

আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির কাজে বাধা দেয়ার মামলার প্রস্তুতি শুরু করেছে রেল কতৃপক্ষ। বুধবার (২৩ অক্টোবর) রাজশাহীর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অভিযোগটি মামলায় পরিনত হবে বলে রেল পুলিশ সুত্রে জানা গেছে। এরআগে বুধবার রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির জন্য রেলওয়ের প্রকৌশল বিভাগের শ্রমিকরা কাজ করতে গেলে তাদের বাধা দেয় উচ্ছেদ হওয়া দোকানদারসহ অবৈধ দখলদাররা।

এছাড়া,গত ২৬ সেপ্টেম্বর একই কায়দায় উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে তারা। সেদিন পার্কির তৈরির জন্য কিছু দোকানপাট উচ্ছেদ করে রেল কতৃপক্ষ। কিন্তু সেখানে আবারও স্থাপনা নির্মাণ শুরু করে অবৈধ দখলদাররা।

এদিকে, বুধবার রেলওয়ের প্রকৌশল বিভাগ উচ্ছেদকৃত জায়গার নিয়ন্ত্রণ নিয়ে পার্কিং তৈরির কাজ শুরু করতে গেলে তাদের বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতার।

তিনি আরও জানান, এ ঘটনায় উর্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে রাজশাহী রেলপুলিশকে বুধবার একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান ,এর আগে উচ্ছেদ অভিযানে গিয়ে কিছু অবৈধ দখলদারদের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছিল। আবার উচ্ছেদ অভিযান শুরু হবে।আর রেলওয়ের কাজে যারা বাঁধা প্রদান করছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ