রহনপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে সাপের কামড়ে মাসুদ রানা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে রহনপুর পৌর এলাকার মাস্টারপাড়ার আমবাগানে তাকে এক বিষাক্ত সাপে কামড় দেয়।
নিহত মাসুদ রানা বাগানপাড়ার এলাকার আলমের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় সে কয়েকজন বন্ধুসহ ওই আমবাগানে অবস্থান করছিল। এসময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিলে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।