রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাকবাংলা পাড়া নিবাসী সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আলী (৭৮) আর নেই। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বার্ধক্যজণিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রহনপুরে সাবেক নেতার নামাজে জানাযা বুধবার (৩ এপ্রিল) সকাল দশটায় ডাইংপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুুঃ জিয়াউর রহমান এ নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।