রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
ওজনে বেশি নেওয়ায় রহনপুর আমবাজারে আম বেচাকেনা বন্ধ করে দিয়েছিল আম চাষীরা। শনিবার (৮ জুন) সকাল থেকে বন্ধ ছিল আম বেচকেনা। পরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যন্যার হস্তক্ষেপে তা সমাধান করা হয়।
এদিকে আমচাষীরা মণে কোনভাবেই ৪০ থেকে ৪৮ কেজির ওপরে দিবে না। তবে আড়তদাররা ৫২ কেজিতে মণ হিসেবে আম কিনছে। এ অবস্থা সমাধানে চাষিরা সমিতির মাধ্যমে মাইকিং করে আম বাজারে বেচা কেনা বন্ধ করে দেয়। শনিবার সকাল থেকে আমবাজারে ছিল ফাঁকা। আড়তদারদের দাবি কাঁচামাল হওয়ার বাড়তি ওজনে সারাদেশে কাঁচামাল ওজনে বেশি নেওয়া হয়। জেলার অন্য আমবাজারে ৫২ কেজি দরে কিনা হচ্ছে।
এই অচলাবস্থা সমাধানে শনিবার উপজেলা সভাকক্ষে উভয়পক্ষকে নিয়ে বসে স্থানীয় প্রশাসন। উভয়পক্ষের সম্মতিতে ৫০ কেজিতে মণ ধরে আম বেচা কেনা করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা,কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, আমচাষী সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস,সাধারণ সম্পাদক আব্দুল তালেবসহ অন্য সদস্যরা। সমাধান শেষে রহনপুর আমবাজার পুণরায় আম বেচাকেনা শুরু হয়।