বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে অভিভাবক এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) বেলা দশটায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরা নতুন কারিকুলামের বৈশিষ্ট্য ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শরিফুল ইসলাম ও মোঃ নাসিম। এছাড়া অভিভাবকদের মধ্য বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক জিল্লুর রহমান। আলোচনায় ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরা নতুন কারিকুলামের বৈশিষ্ট্য ও মূল্যায়ন পদ্ধতি ছাত্রদের ও অভিভাবকদের সামনে তুল ধরে বুঝিয়ে দেন।