রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট: জুন ১, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ খ্রি. অর্থ বছরের জন্য ২ কোটি ২ লক্ষ ৯৬ হাজার ৮২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মে) বিকেলে রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত করা হয়। বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মুরশালিন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান। বক্তব্য দেন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও ডাসকো ফাউন্ডেশনের হাজরা বেগম। উন্মুক্ত বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২ লক্ষ ৯৬ হাজার ৮২৭ টাকা, ব্যয় ২ কোটি ৯১ হাজার ৯২৪ টাকা। সমাপণী জের ধরা হয়েছে ২ লক্ষ চার হাজার ৯০৩ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ