মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চালুর প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল মাঙ্গো স্পেশাল ট্রেনটি। সোমবার (১০ জুন) বিকেল চারটায় রহনপুর স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। প্রথম দিন ট্রেনটিতে ৫১ ক্যারেটে আম বুকিং দেওয়া হয়েছে। আয় ধরা হয়েছে ১ হাজার ৫৬ টাকা। প্রতিদিন বিকেল চারটায় আমসহ অন্যান্য ফল,শাকসবজি ও ডিম এই ট্রেনে ঢাকা যাবে। তবে ট্রেনটি রহনপুর রেলস্টেশন উদ্বোধনের কোন আনুষ্ঠানিকতা ছিল না।
এদিকে সাধারণ জনগণ, চাষি ও ব্যবসায়ীরা ট্রেনটি চালু হওয়ার বেশ খুশি হয়েছেন। তারা কম খরচে ঢাকা মাল পরিবহন করতে পারবেন। তবে আগে ট্রেনটি চালু হওয়ার দরকার ছিল।
রহনপুর রেল স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, মাঙ্গো স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশন থেকে ১.৪৭৯ পয়সা খরচে ঢাকা যাবে। এই ট্রেনে কোন যাত্রী পরিবহন করা হবে না। এই স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম তোলা হয়েছে। আয় হয়েছে ১ হাজার ৫৬ টাকা।
উল্লেখ্য, চাষী- ব্যবসায়ী ও জনগণের সুবিধার্থে ট্রেনটি সরকার ও রেলপথ মন্ত্রণালয় চালু করছে। প্রতিদিন বিকেল চারটায় রহনপুর স্টেশন থেকে ছেড়ে রাত সোয়া দুইটায় ঢাকা পৌছাবে। রহনপুর শুরু করে ১৫ টি স্টেশনে মাল পরিবহণ করবে।