রহনপুর পৌরসভার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট: আগস্ট ২, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড উদয়নগর হইতে দিঘীপাড়া পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি বেগম, সাবেক কাউন্সিলর তৈমুর রহমান তবু, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( আইইউআইডিপি-২) এর অর্থায়নে ৭৮ লাখ ১৯ হাজার ৫ শত ২৫ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়ক ও ড্রেনটি নির্মিত হচ্ছে।

Exit mobile version