সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ড উপনির্বাচনে ২৬১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ব্রিজ প্রতীকের প্রার্থী সৈয়দ গোলাম নবী (মাসুম)। তিনি ভোট পেয়েছেন এক হাজার ২০৪ ভোট। তার নিকটতম প্রার্থী মো: শাহ আলম উটপাখি প্রতীকে পেয়েছেন ৯৪৩ ভোট। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কার্যালয়ে এই ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তিনি বলেন, স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তি পূর্ণভাবে ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। কোন প্রার্থীর কোন ধরনের অভিযোগ নেই। ওই ভোট কেন্দ্র ৬৫.৫১ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, ১ নং ওয়ার্ডে মোট ভোটার ছিল তিন হাজার ২৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৮৪ জন,নারী ভোটার এক হাজার ৬৯৩ জন।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক সম্প্রতি মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।