রহনপুর পৌর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে রহনপুর কলোনীমোড়স্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ। রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা। এসময় রহনপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় চাঁপাইনবাগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মু. জিয়াউর রহমানকে বিজয় করার লক্ষ্যে সকলকে একত্রে হয়ে কাজ করার আহবান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ