রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপি বিশেষ পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে পৌরসভার আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর বড় বাজার বেইলি ব্রিজ থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
এতে অংশ নেন রহনপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম নবী মাসুম, মহসিন আলী, নুরুল ইসলাম সিরাজসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলা এ কার্যক্রম পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে অভিযান চালানো হবে।
পরিস্কার পরিছন্ন অভিযানে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, মোড়সহ সর্বত্র সচেতনতা কর্যক্রম চালানো হবে। উদ্বোধনী দিনে রহনপুর পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হয়।