সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দর দিয়ে ২য় দফা আমদানিকৃত ডিজেল তেলের ১টি র্যাক গতকাল শুক্রবার বিকেলে এসে পৌঁছেছে। ভারতের আসামের নোমালীগড় থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আমদানিকৃত ২ হাজার ২শ ৮০ মেট্রিক টন ডিজেলের ৪২টি লরি ভর্তি র্যাকটি ভারতের সীমান্তবর্তী সিঙ্গাবাদ রেল স্টেশন থেকে বাংলাদেশের রহনপুর রেল স্টেশনে গতকাল বিকেল ৫টা ১০মিনিটে এসে পৌঁছে। কাস্টমসসহ বিভিন্ন কাজ সম্পন্ন হলে রাতেই দিনাজপুরের পাবর্তীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে র্যাকটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ এ রেলপথ দিয়ে ১ম দফায় ভারত থেকে তেল আমদানি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দর দিয়ে ২য় দফা আমদানিকৃত ডিজেল তেলের ১টি র্যাক গতকাল শুক্রবার বিকেলে এসে পৌঁছেছে। ভারতের আসামের নোমালীগড় থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আমদানিকৃত ২ হাজার ২শ ৮০ মেট্রিক টন ডিজেলের ৪২টি লরি ভর্তি র্যাকটি ভারতের সীমান্তবর্তী সিঙ্গাবাদ রেল স্টেশন থেকে বাংলাদেশের রহনপুর রেল স্টেশনে গতকাল বিকেল ৫টা ১০মিনিটে এসে পৌঁছে। কাস্টমসসহ বিভিন্ন কাজ সম্পন্ন হলে রাতেই দিনাজপুরের পাবর্তীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে র্যাকটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ এ রেলপথ দিয়ে ১ম দফায় ভারত থেকে তেল আমদানি করা হয়।