শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী উন্নয়ন কর্তপক্ষের উদ্যোগে মহান বিজয় দিবস ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বে-সরকারি সদস্য ড. মুহা. এন্তাজুল হক, বে-সরকারি সদস্য ইয়াসমিন রেজা ফেন্সী, বে-সরকারি সদস্য হাবিবুর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মালেক সোবহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। আলোচনা শেষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত ৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মালেক সোবহান।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।