মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২:৩০ মিনিটে নতুন অফিস উদ্বোধন করেন রাবি উপাচার্য ও রাকসুর সভাপতি প্রফেসর সালেহ্ হাসান নকীব।
কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দক্ষিণ-পশ্চিম কর্ণারে নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানু, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।