বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
সভায় বক্তব্য দেন রাকাব চেয়ারম্যান নজরুল ইসলাম-রাকাব জনসংযোগ
পঞ্চগড় ও ঠাকুরগাঁও জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স পর্যালোচনা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁও সাকির্ট হাউস সম্মেলন কক্ষে এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জোনের জোনাল ব্যবস্থাপক আমিনুল হক, পঞ্চগড় জোনের জোনাল ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন, পঞ্চগড় জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা সোফিকুজ্জামান, ঠাকুরগাঁও জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা তৈমুর রহমানসহ দু’টি জোনের ৩৮জন শাখা ব্যবস্থাপক সহ জোনাল কার্যালয় ও নিরীক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম ঠাকুরগাঁও ও পঞ্চগড় জোনের ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রার খাতভিত্তিক অর্জন পর্যালোচনা করেন। তিনি শাখা ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রস্তুতপূর্বক ২০১৭-১৮ অর্থবছরে শাখাকে লাভজনক করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করার জন্য শাখা ব্যবস্থাপদের প্রতি আহ্বান জানান। এসময় গ্রাহক সেবার মান উন্নয়নসহ দ্রুততার সাথে সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদানের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।