শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয় হতে অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক হাফিজুর রহমান গত শুক্রবার রাত ৮ টায় প্যারামেডিকেল বাগানপাড়াস্থ নিজ বাসভবনে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বৎসর। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ পুত্র ও ২ কন্যাসন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় স্থানীয় জামে মসজিদে নামাজে জানাযা ও মহিষবাথান গৌরস্থানে দাফন কার্যাদি সম্পন্ন হয়। উপ-মহাব্যবস্থাপক (অব.) হাফিজুর রহমানের মৃত্যুতে রাকাবের কর্তৃপক্ষসহ অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও রাজশাহী জোনাল কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এদিকে অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জি.এম (অব.) সাজাম্মুল ইসলাম, সহসভাপতি যথাক্রমে মোকতার হোসেন, জামিল আহমেদ, আব্দুল ওয়াছেক, সাধারণ সম্পাদক এ,বি, সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী মোল্লা, বঙ্গবন্ধু পরিষদের পক্ষে উমব্য (অব.) এম,জি আজম ও রাকাব কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ প্রমুখ যৌথভাবে এই শোক বার্তা জানিয়েছে।