রাকাবের নওগাঁ ও জয়পুরহাট জোনের শাখা পারফরমেন্স মুল্যায়ন সভা

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১:০৮ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় নওগাঁ সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আমাদের জন্য প্রতিটি মুহুর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ভীতকে আরো মজবুত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর জন্য ঋণ বিতরণ ও আদায়ের পাশাপাশি আমানত সংগ্রহ কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সকলকে আরো বেশী উদ্যোগী হতে হবে। তিনি নিজেদের দক্ষতা ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে এবং কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে রাকাবকে একটি লাভজনক প্রতিষ্ঠান ও দেশের একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষে সততা, নিষ্ঠা ও স¦চ্ছতার সঙ্গে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং জগতে টিকে থাকতে হলে সেকালের ধ্যান-ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তিনি নতুন নতুন ঋণ গ্রহীতা সৃষ্টি করা এবং ব্যাংকের সর্বোত্তম সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার পরামর্শ দেন। স্কুল ব্যাংকিং ও কৃষকদের ১০ টাকার হিসাব খোলাসহ ইতোমধ্যে ঘোষিত ব্যাংকের ১৫০ দিনের বিশেষ কর্মসূচি যথাযথ পরিপালনের সঙ্গে বিগত বছরের মুনাফা অর্জনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলস ভাবে কাজ করার জন্য ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ দেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক নূর-উর-রহমান, জেলা প্রসাসক নওগাঁ ড. মো. আমিনুর রহমান, ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ। এসময় উপস্থিত ছিলেন রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক শাহজাহান আলী মন্ডল, জয়পুরহাট জোনের জোনাল ব্যবস্থাপক প্রদীপ কুমার কুন্ডু, নওগাঁ জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা সাবজল হোসেন, নওগাঁ ও জয়পুরহাট জোনের মোট ৪৫টি শাখার শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ