রাকাবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


কর্মশালায় নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা-রাকাব জনসংযোগ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে ওহঃবৎহধষ ঈড়হঃৎড়ষ ধহফ ঈড়সঢ়ষরধহপব বিষয়ক প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ৫ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা/ঊর্ধ্বতন কর্মকর্তা/মুখ্য কর্মকর্তা পর্যায়ের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও চিফ ইনোভেশন অফিসার নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে মহাব্যবস্থাপক (প্রশাসন) খোন্দকার গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ ইনস্টিটিটের উর্ধতন অনুষদ সদস্য মো. আরিফুজ্জামান ও অনুষদ সদস্য এসএম আহসানউল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যাংকের সার্বিক কর্মকা- প্রচলিত ব্যাংকিং আইন ও বিধিমালা মোতাবেক সম্পাদন এবং সেগুলো সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা সে ব্যাপারে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। তাই নিরীক্ষকদেরকে সঠিকভাবে শাখার নিরীক্ষা কার্যক্রম সম্পাদন নিশ্চিত করতে হবে যাতে করে নিরীক্ষা প্রতিবেদনে শাখার প্রকৃত অবস্থা প্রতিফলিত হয়। তিনি প্রশিক্ষণ কালীন অর্জিত জ্ঞান যথাযথ পরিচালনের জন্য প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ