রাকাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবে ‘কম্পিউটার অন আইটি অডিট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে রাকাবের বিভিন্ন জোনের কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা পর্যায়ের ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। সভাপতিত্ব করেন, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য মো. আরিফুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ