রাকাব কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনি ও সনদ বিতরণ

আপডেট: জানুয়ারি ২৯, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার ব্যাংকের কর্মকর্তাদের দুটি প্রশিক্ষণ কোর্সের সমাপনি ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং শীর্ষক কোর্সটিতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মোট ১৯ জন কর্মকর্তা এবং ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কোর্সটিতে মোট ২৫ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য আরিফুজ্জামান ও অনুষদ সদস্য এসএম আহসানউল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী ছানাউল হক বলেন, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ধরণের ঝুঁকির সম্মুখীন হতে হয়। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান দক্ষতার সঙ্গে বিভিন্ন ধরণের ঝুঁকি মোকাবেলা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে ব্যাংকটিকে একটি মর্যাদার আসনে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের জন্য তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পরিশেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ