রাকাব কর্মকর্তাদের সনদপত্র বিতরণ

আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- রাকাবের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্কিল এন্ড এ্যাটিচুড ডেভেলপমেন্ট এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড এমএস অফিস শীর্ষক পৃথক দু’টি প্রশিক্ষণ কোর্র্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রশিক্ষণ ইনষ্টিটিউটে প্রশিক্ষণ কোর্র্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাকাব প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন, রাকাবের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) খোন্দকার গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য আরিফুজ্জামান ও অনুষদ সদস্য এস.এম. আহসানউল্লাহ।
বক্তব্য প্রদানকালে প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি খোন্দকার গোলাম মোস্তফা বলেন, প্রশিক্ষণ গ্রহণ শেষে কর্মস্থলে ফিরে গিয়ে নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করতে হবে; যাতে রাকাবের সকল শাখা মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তিনি সততা ও স্বচ্ছতার সাথে এবং সেবার মনোবৃত্তি নিয়ে ব্যাংকের উন্নয়নে আত্বনিয়োগ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, দ্ইু সপ্তাহব্যাপী প্রথম প্রশিক্ষণ কোর্সে ৩৩ জন এবং এক সপ্তাহব্যাপী দ্বিতীয় প্রশিক্ষণ কোর্সে ১৭ জনসহ মোট ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ