মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
সভায় বক্তব্য দেন রাকাব চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম-রাকাব জনসংযোগ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগের গাইবান্ধা জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মুল্যায়ণ সভা গতকাল শনিবার গাইবান্ধা সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাকাব গাইবান্ধা জোনের জোনাল ব্যবস্থাপক ফয়সুল ইসলাম, জোনাল নিরীক্ষা কর্মকর্তা তোজাম্মেল হকসহ জোনের ২৫ টি শাখার শাখা ব্যবস্থাপক ও জোনাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুহাম্মদ নজরুল ইসলাম পারফরমেন্স মূল্যায়ন সভায় আগত শাখা ব্যবস্থাপকদের স্বাগত জানান। তিনি বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে রাকাবের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের দায়বদ্ধতা অনেক। এর জন্য চাই সমন্বিত উদ্যোগ। তিনি সমন্বিত উদ্যোগ এবং সর্বোত্তম সেবার মাধ্যমে অবহেলিত এঅঞ্চলের উন্নয়ন তথা ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহাবান জানান।