রাকাব পরিচালনা পর্ষদের সভা

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৪৪৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে প্রধান কার্যালয় ভবনের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব সাইফুিদ্দন আহমদ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল অদুদ এবং প্রাণি সম্পদ অধিদফতর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুর রহমান। সভায় মুহাম্মদ নজরুল ইসলাম রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে এবং প্রাণি সম্পদ অধিদফতর রংপুর অঞ্চলের উপ-পরিচালক  মাহবুবুর রহমান পর্ষদের সভায় প্রথম যোগদান করায় পর্ষদের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ৩০ জুন ২০১৬ তারিখে প্রস্তুতকৃত ২০১৫-১৬ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন (ব্যালেন্সশিট, লাভ-ক্ষতি ও অন্যান্য হিসাব) অনুমোদন ও স্বাক্ষরিত হয় এবং চলতি ২০১৬-১৭ অর্থ বছরে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক ধার্যকৃত বার্ষিক কৃষি ঋণ কর্মসূচি লক্ষ্যমাত্রার শতভাগ বাস্তবায়নের জন্য ব্যাংক ব্যবস্থাপনাকে পরমর্শ দেয়া হয়। এছাড়াও ব্যাংকের সার্বিক কর্মকা-ের উপর সভায় ব্যাপক আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ