রাকাব পরিচালনা পর্ষদের সভা

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৪৪৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, পরিচালনা পর্ষদের পরিচালক অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব সাইফুিদ্দন আহমদ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম এবং মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল অদুদ।
সভার শুরুতে কাজী ছানাউল হক রাকাবের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতিলাভ ও পর্ষদের সভায় প্রথম যোগদান করায় পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় পর্ষদ সদস্যবৃন্দ ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা শেষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের বদলীজনীত কারণে পর্ষদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করায় হয়।