বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয় ভবন চত্বরে গতকাল বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকের বদলিজনিত কারণে ব্যাংকের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) খোন্দকার গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) ইউনুছ আলী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি-এর ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, এলপিও-এর ব্যবস্থাপক, প্রধান কার্যালয় এবং রাজশাহী মহানগরীস্থ ব্যাংকের নিয়ন্ত্রণকারী কার্যালয় সমূহসহ বিভিন্ন শাখার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য জনাব মোঃ আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে একজন সৎ, দক্ষ, যোগ্য ও গতিশীল ব্যাংকার হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর কর্তব্যনিষ্ঠা এবং যোগ্য নেতৃত্বের কারণে রাকাব সার্বিক ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তাগণ তাঁর উত্তরোত্তর সাফল্য এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের পাশাপাশি আরও বক্তব্য প্রদান করেন রাকাব কর্মচারী সংসদ (সিবিএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু নাঈম মোঃ ফজলে রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসিবুল ইসলাম, অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব শেখ মোঃ তৌফিক এলাহী, অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব শওকত শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভপতি জনাব মোঃ গোলাম আজম, রাকাব মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক কমান্ড কাউন্সিলের ইউনিট কমান্ডার জনাব মোঃ সামসুল হক। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া রাকাব অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ক্রেস্ট প্রদান করা হয়।