শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
সভায় বক্তব্য দেন রাকাব চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম-রাকাব জনসংযোগ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রংপুর বিভাগের রংপুর ও নীলফামারী জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পর্যটন মোটেল রংপুর এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাব, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাকাব রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক মো. আশরাফ উদ্দিন; নীলফামারী জোনের জোনাল ব্যবস্থাপক মো. আমিনুল হক, রংপুর জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা আবদুল খালেক, নীলফামারী জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা তাপস কুমার ঘোষসহ রংপুর ও নীলফামারী জোনের ৪৭ টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুহাম্মদ নজরুল ইসলাম ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার মাধ্যমে রাকাবের সকল কর্মকা- সাধারণ মানুষের দৌরগড়ায় পৌঁছে দেবার জন্য পারফরমেন্স মূল্যায়ন সভায় আগত শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কৃষক তথা কৃষির উন্নয়নের জন্যই রাকাব প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের প্রত্যাশাও অনেক বেশী। তাই কোন রকম হয়রানি ছাড়াই সর্বোত্তম সেবা তাদের কাছে পৌঁছে দিতে হবে। বিগত বছরের মুনাফা অর্জনে কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুধু গতানুগতিক কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা ব্যাংকটিকে কি ভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এ লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আমাদের মেধা শক্তিকে কাজে লাগাতে হবে। স্কুল ব্যাংকিং ও কৃষকদের ১০ টাকার হিসাব খোলা সহ নতুন নতুন ঋণ গ্রহীতা সৃষ্টি, আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইতোমধ্যে ব্যাংকের ঘোষিত ১৫০ দিনের বিশেষ কর্মসূচি যথাযথ ভাবে পরিপালনের জন্য তিনি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহ্বান জানান। নজরুল ইসলাম ব্যাংকের চলতি অর্থবছরের শ্লোগানটি মনে লালন করে সততা ও নিষ্ঠার মাধ্যমে কাজ করে মুনাফা অর্জনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে আগামীতে রাকাবকে একটি মডেল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে সবাইকে নিরলস ভাবে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বিগত অর্থবছরে রাকাবের ঋণ আদায়, ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, নতুন আমানত হিসাব খোলা এবং রাকাবের লাভ-লোকসান বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি চলতি ২০১৭-২০১৮ অর্থবছরের শুরুতেই বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা সততা ও নিষ্ঠার মাধ্যমে যথাযথ প্রয়োগের জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।