রাজধানীতে তিন ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


রাজধানীর উত্তর মান্ডায় ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনার জেরে তিন ভাইকে ছুরিকাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার পর ২৮ বছর বয়সী আশিক এলাহি শাকিলকে (২৮) হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। একই ঘটনায় আহত তার দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামসকে (২৪) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় আরও দুজন।

হতাহতদের বাবা ওমর ফারুক জানান, উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায় তারা থাকেন, সেখানে সুজনের গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সুজনের কর্মচারী খোকনের গ্যাস বহনকারী ভ্যানের সঙ্গে একই এলাকার আরাফাতের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা গড়ায় মারামারিতে।

আরাফাত (২০) ও তার পরিবারের লোকজনসহ ১৫-২০ জন শাকিল ও তার ভাইদের উপর হামলা করে। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

মুগদা থানার ওসি সাজেদুর রহমান জানান, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় মারামারির ঘটনায় তিনজন আহত হয়। তাদেরকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে একজনের মৃত্যু হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ