রাজধানীতে হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ণ

প্রতীকী ছবি

সোনার দেশ ডেস্ক :


নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার দুজনের নাম জানায়নি পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিজবুত তাহরীরের দুই সদস্যকে তুরাগ থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৪ অক্টোবর হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছিল সিটিটিসি।
তথ্যসূত্র: জাগোনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ