রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন